ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে কারাদণ্ড

গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ ও ব্যবহারের দায়ে ১ জনকে ১০দিনের কারাদন্ড ও ৬ জনকে সাড়ে ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও গাজীপুর জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সিটি করপোরেশনের গাছা চান্দুরা এলাকায় পরিচালিত অবৈধ লাইন উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্টে তাদেরকে এসব দন্ড প্রদান করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উম্মে হাবিবা ফারজানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

তিতাস গ্যাস গাজীপুর অফিসের ব্যবস্থাপক সুরুজ আলম জানান, গাজীপুর সিটি করপোরেশনের গাছা চান্দুরা এলাকায় মঙ্গলবার অবৈধ লাইন উচ্ছেদে এক অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধ সংযোগ প্রদানের মূল হোতা সোলাইমান ভূইয়া ওরফে সোলাইমান মুন্সীকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

এছাড়া উক্ত এলাকার অনন্যা রহমানকে ২০ হাজার টাকা, হোসনে আরাকে ১ লক্ষ টাকা, রাবেয়া আক্তারকে ৭০ হাজার টাকা, আয়নাল মিয়াকে ১০ হাজার টাকা, নূর জাহানকে ৫০ হাজার টাকা এবং হাসান স্টাইল এন্ড ডিজাইন লিমিটেড এর মালিক এ.কে আজাদকে ২ লক্ষ টাকা জরিমানা করে তা তাৎক্ষনিকভাবে আদায় করা হয়।

আনন্দবাজার/শাহী/মিলন

সংবাদটি শেয়ার করুন