ঢাকা | সোমবার
১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

চরভদ্রাসনে ৩০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় মা ইলিশ শিকারের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩০ হাজার মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

জানা গেছে, গতকাল সোমবার বিকালে পদ্মা নদীতে নির্বাহী ম্যাজিট্রেট দবির উদ্দীন এ অভিযান পরিচালনা করেন। সে সময় তার সাথে ছিলেন চরভদ্রাসন থানার উপ-পরিদর্শক তুহিন, উপজেলা মৎস্য কর্মকর্তা হালিমা সর্দার, অতুল জোয়ারদার প্রমুখ।

প্রজনন মৌসুমে অবৈধভাবে মা ইলিশ শিকারের দায়ে এ কারেন্ট জাল জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। পরে ওই জাল পদ্মা নদীর চরে ও গোপালপুর ঘাটে এনে ধ্বংস করা হয়। একই সময়ে সদরপুর উপজেলার সলেনামা গ্রামের অবৈধ মৎস্য শিকারি বিল্লাল মিয়া ও কালাম খালাশী নামক দুই ব্যক্তিকে আটক করা হয়। সেই সাথে তাদের কাছ থেকে ১০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। পরে সেগুলো সদর উপজেলার বাদুল্য মাতুব্বরের ডাঙ্গী মাদ্রাসায় বিতরণ করা হয়।

সরকারি আইন অমান্য করার দায়ে তাদেরকে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ২০০ করে মোট ৪০০ টাকা জরিমানা করা হয়।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন