দেশের রেলে যুক্ত হচ্ছে ১৮০ বগি, ১০ ইঞ্জিন। ট্রেন চলাচলের গতি বৃদ্ধি করতে এবার রেলওয়ের বহরে যুক্ত করা হচ্ছে দক্ষিণ কোরিয়া থেকে আনা নতুন ইঞ্জিন ও ইন্দোনেশিয়ার বগি।
জানা গেছে, এরইমধ্যে প্রায় এক হাজার ১০০ কোটি টাকা খরচে ১৮০টি বগি এবং ১০টি ইঞ্জিন দেশে এসে পৌঁছেছে। নানা রুটে চলাচলরত আন্তনগর এবং অভিজাত ট্রেনগুলোতে সংযোজন করা হবে এসকল ইঞ্জিন ও বগি।
চট্টগ্রাম বন্দর দিয়ে ইন্দোনেশিয়া এবং দক্ষিণ কোরিয়া থেকে আমদানি করা রেলের বগি ও ইঞ্জিনগুলো দ্রুত নেওয়া হয়েছে পাহাড়তলী ওয়ার্কশপে। সেই সাথে নেওয়া হয়েছে চলাচলের জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা।
এর সকল আনুষ্ঠানিকতা শেষ করেই যুক্ত হয়ে যাচ্ছে রেলওয়ের বহরে। এরইমধ্যে পূর্বাঞ্চলের ৫টি এবং পশ্চিমাঞ্চলের ৩টি আন্তনগর ট্রেনে যোগ করা হয়েছে নতুন বগি।
রেলওয়ে চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ফকির মো. মহিউদ্দিন বলেন, ইন্দোনেশিয়া থেকে আমদানি করা সর্বশেষ ২০টি বগি সংযোজন করা হবে সূবর্ণ এক্সপ্রেস, কালনী এক্সপ্রেস এবং উপকূল এক্সপ্রেসে।
অনেকদিন যাবত কোন নতুন ইঞ্জিন যুক্ত হয়নি রেল বহরে। এতে ইঞ্জিনের ব্যাপক সংকটের মুখে রেলের সময়সূচিতে প্রচণ্ড ব্যাঘাত ঘটে। এই অবস্থায় দক্ষিণ কোরিয়া থেকে আনা ১০টি ইঞ্জিনে আশার আলো দেখছেন পূর্বাঞ্চলের রেলওয়ে মহাব্যবস্থাপক সরদার সাহাদাত আলী।
রেলের কর্মকর্তারা বলেন, বিদ্যমান সংকট কাটাতে সরকার ৮০০ কোটি টাকা মূল্যের ২০০ বগি এবং ৩০০ কোটি টাকার ১০টি ইঞ্জিন কিনেছে। কয়েক দিনের মধ্যে চট্টগ্রাম বন্দরে আসবে আরও ২০টি নতুন বগি।
আনন্দবাজার/ এইচ এস কে