ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে ১১ মণ মা ইলিশ জব্দ করেছে পুলিশ

আজ (১৭ অক্টোবর) নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লায় বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদীর মোহনায় অভিযান চালিয়ে ১১ মণ ডিমওয়ালা মা ইলিশ জব্দ করেছে পুলিশ। এ সময় লিটন ঢালী (৪০) নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়।

বৃহস্পতিবার ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হাসানুজ্জামানের নেতৃত্বে এক অভিযানে এই ডিমওয়ালা মা ইলিশ জব্দ করা হয়।

দুপুরে জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ এক সংবাদ সম্মেলনে জানান, সরকার ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবরের মধ্যে মা ইলিশ ধরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে। এই নিয়ম অমান্য করে ইলিশ ধরার দায়ে ১১ মণ মা ইলিশসহ একজনকে আটক করা হয়েছে।

আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে এবং জব্দকৃত মাছগুলোকে এতিমখানায় দেয়া হবে বলেও জানান তিনি।

 

আনন্দবাজার/বাবলু

সংবাদটি শেয়ার করুন