ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাঙ্গালহালিয়ায় বিট পুলিশিং সমাবেশ

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের সভাকক্ষে (১৭ অক্টোবর) গত শনিবার সকালে চন্দ্রঘোনা থানার উদ্যোগে “নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ” অনুষ্ঠিত হয়েছে।

চন্দ্রঘোনা থানার এস.আই কাজী আনোয়ার হোসেনের সঞ্চালনায় ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঞোমং মারমার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এস আই মোঃ সেলিম সর্দ্দার ইউপি সদস্য নজরুল ইসলাম, জাহাঙ্গীর আলম চৌধুরী, মংউ মারমা, মহিলা ইউপি সদস্য সালমা আকতার, হেডম্যান প্রতিনিধি মংচিং মারমা, বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অরুন সেন, বাজার সমিতির সভাপতি শামসুল আলম প্রমুখ।

এসময় প্রধান অতিথি বলেন, ধর্ষণ ও নারী নির্যাতন রোধ করতে শুধু পুলিশের একার পক্ষে কখনোই সম্ভব নয়, তাই ধর্ষণ প্রতিরোধ করতে সমাজের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং যে কোন স্থানে নারী ধর্ষণ ও নির্যাতন সকল প্রকার অনিয়ম দেখলেই দ্রুত পুলিশকে অবহিত করার আহবান জানান তিনি।

আনন্দবাজার/শাহী/কাইয়ুম

সংবাদটি শেয়ার করুন