শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে বন্ধ হয়ে গেছে লঞ্চ চলাচল। গতকাল রবিবার (১৮ অক্টোবর) সকাল থেকে নাব্যতা সংকটের কারণে এই রুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়। এই রুটে যাত্রী পারাপারে এখন শুধু সি-বোট চলাচল করছে।
লঞ্চ মালিক মোসারফ হোসেন নসু বলেন, এতো দিন খুঁড়িয়ে খুঁড়িয়ে লঞ্চ চলাচল করছিল। রবিবার নাব্যতা সংকটের কারণে ২২টি ফেরি আটকে যায় নৌরুটের জাজিরা পয়েন্টে।
তিনি আরও বলেন, এর পূর্বে ৩ দফায় ৩টি লঞ্চ পদ্মার তলদেশে ঠেকে ডুবে যাওয়ার উপক্রম হয়। কোনমতে ওই লঞ্চ ৩টি উদ্ধার হয়েছে। পদ্মায় পানি কম হওয়ায় ডুবতে পারেনি। তবে কাত হয়ে ডুবে গেলে অনেক যান-মালের ক্ষতি হতে পারতো। তাই ঝুঁকি এড়াতে আজ সকাল হতে লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
আনন্দবাজার/ডব্লিউ এস