ঢাকা | রবিবার
৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে শেখ রাসেলের জন্মদিন পালন

সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী যুবলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭তম জন্মদিন পালিত হয়েছে।

জন্মদিন উপলক্ষে রবিবার বাদ মাগরিব সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া রেললাইনস্থ থানা যুবলীগের কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কোমলমতি শিশুদের নিয়ে কেক কাটার আয়োজন করা হয়। সিদ্ধিরগঞ্জ থানা যুুবলীগের সভাপতি, নাসিক প্যানেল মেয়র-২, কাউন্সিলর ৬নং ওয়ার্ড ও মহানগর আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব মতিউর রহমান মতির সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্হিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক বাবু কালীপদ মল্লিক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হোসেন আলম মেম্বার, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সাধারন সম্পাদক জুবায়ের আহমেদ মুনসুর, যুবলীগ নেতা হাজী আবুল কালাম আবু, আওয়ামীলীগ নেতা আ: সোবহান, সুমিলপাড়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সদস্য ও সুমিলপাড়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মানবাধিকার কর্মকর্তা হাজী মানিক মাষ্টার, সুমিলপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ সাধারন সম্পাদক জাকির হোসেন, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক জুবায়ের আলম হীরা, মহানগর শাখার সভাপতি প্রকৌশলী আল মামুনুর রশীদ, যুবলীগ নেতা মানিক সরকার, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী ইঞ্জিনিয়ার ইউসুফ আলী মাসুদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও হিউম্যান রাইটস অফ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন, জসীম উদ্দীন, আকতার সহ অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় প্যানেল মেয়র মতিউর রহমান মতি শেখ রাসেলের স্মৃতিচারণ করে বলেন, আজ ১৮ অক্টোবর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭তম জন্মদিন। ১৯৬৪ সালের এই দিনে তিনি ধানমন্ডির ৩২ নম্বর বাসায় জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে ঘাতকদের বুলেটে পরিবারের অন্যান্যদের সঙ্গে নিহত হন শিশু শেখ রাসেল। মৃত্যুকালে তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন।

মানবসভ্যতার ইতিহাসে শেখ রাসেলকে হত্যা ঘৃণ্য অপরাধ। সভ্যতার ইতিহাসে রাজনৈতিক হত্যাকাণ্ডে কোনো নারী বা অবলা শিশুকে টার্গেট করা হয় না। বাংলাদেশে রাজনৈতিক হত্যাকাণ্ডে নারী-শিশু হত্যা করা হয়েছে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার সময় ১০ বছরের অবুঝ শিশু শেখ রাসেলকেও তারা হত্যা করে।

আনন্দবাজার/শাহী/সোহাগ

সংবাদটি শেয়ার করুন