ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মাটির নিচ দিয়ে তার নেবে ক্যাবল অপারেটররাই : তাপস

আগামীকাল সোমবার থেকে ক্যাবল অপারেটরদের নিজ উদ্যোগে মাটির নিচ দিয়ে তার নেওয়ার কাজ করবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশেনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

রবিবার (১৮ অক্টোবর) ঢাকা সিটি দক্ষিণের নগরভবনে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) ও কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নেতাদের সঙ্গে বৈঠক শেষে মেয়র শেখ ফজলে নূর তাপস এই কথা বলেন।

বৈঠকে দুই পক্ষই সমঝোতায় পৌঁছেন। বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংয়ে মেয়র তাপস বলেন, রাস্তায় কোনো ঝুলন্ত তার দক্ষিণ সিটি কর্পোরেশন আজ থেকে আর কাটবে না। আমাদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, তারা নিজ খরচে মাটির নিচ দিয়ে তারের সংযোগ নেবেন এবং একইসঙ্গে ওপরে ঝুলন্ত তার কেটে দেবেন।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন