ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনে ভোট দিচ্ছেন ভোটাররা

ঢাকা- ৫ ও নওগাঁ- ৬ আসনে জাতীয় সংসদের উপনির্বাচনের ভোটগ্রহণ  আজ শনিবার সকাল ৯টা থেকে শুরু হয়েছে। ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) এর মাধ্যমে ভোটগ্রহণ  চলবে বিকেল ৫টা পর্যন্ত। ইতোমধ্যেই সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

নওগাঁ-৬ আসনে ৩ জন এবং  ঢাকা-৫ আসনে ৬ জন  প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নওগাঁ-৬ উপনির্বাচনে প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের মো. আনোয়ার হোসেন (হেলাল), বিএনপির শেখ মো. রেজাউল ইসলাম এবং ন্যাশনাল পিপলস পার্টির মো. খন্দকার ইন্তেখাব আলম।

আর ঢাকা-৫ উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা হলেন -আওয়ামী লীগের মো. কাজী মনিরুল ইসলাম, বিএনপির সালাহ উদ্দিন আহমেদ,জাতীয় পার্টির মীর আব্দুস সবুর, গণফ্রন্টের এইচ এম ইব্রাহিম ভূঁইয়া, বাংলাদেশ কংগ্রেসের মো. আনছার রহমান শিকদার ও ন্যাশনাল পিপলস পার্টির মো. আরিফুর রহমান (সুমন মাস্টার)।

এর আগে গত ৬ মে হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে ঢাকা-৫ এবং ২৭ জুলাই ইসরাফিল আলমের মৃত্যুতে নওগাঁ-৬ আসন শূন্য হয়।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন