ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বরগুনায় চলাচলের অনুপযোগী ৭০টি সেতু

বরগুনায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নির্মিত লোহার প্রায় ৭০টি সেতু চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে এক দিকে যেমন বিৃদ্ধি পেয়েছে জনদুর্ভোগ, সেই সাথে বিচ্ছিন্ন রয়েছে ওই সকল এলাকার যোগাযোগ ব্যবস্থা। ।

জানা গেছে, বরগুনার আমতলী ও তালতলীতে সংস্কার না করায় দীর্ঘদিন যাবত বিধস্ত অবস্থায় পড়ে রয়েছে সেতুগুলো। ইতোমদ্ধে ১৮টি সেতু ভেঙে পড়েছে। ফলে এসব এলাকার লোকজন ব্যাপক ভোগান্তিতে রয়েছে।

স্থানীয়রা জানান, সেতুগুলো নির্মাণ ও সংস্কারের দাবিতে নানা সময় তারা মানববন্ধন করেছেন। এরপরও এসব সেতু সংস্কার বা পুনর্নির্মাণ করা হচ্ছে না।

আমতলীর চাওড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আখতারুজ্জামান বাদল খান, আমার ইউনিয়নের অনেক এলাকায় সেতু ভেঙে পড়ে আছে। এসব সেতু দ্রুত নির্মাণের জন্য এলজিইডির প্রকৌশলীর সাথে কথা বলব।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্র হতে জানা গেছে , আমতলী ও তালতলী উপজেলায় লোহার ১০০টি সেতু আছে। ১৯৯৭-৯৮ অর্থবছরে এলজিইডির ‘হালকা যান চলাচল প্রকল্পের’ আওতায় এসকল সেতু নির্মাণ করা হয়। এর মধ্যে আমতলীর ৪০টি ও তালতলীর ৩০টি সেতু চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

এই ব্যাপারে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জানান, ব্যবহারের অনুপযোগী ও ধসে পড়া সেতুগুলো নির্মাণের জন্য ইতোমদ্ধে এলজিইডির কর্মকর্তাদের আদেশ দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দাদের চলাচলের সুবিধার্থে এসব সেতু জরুরি ভিত্তিতে নির্মাণ করা প্রয়োজন।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন