অধ্যাপক জোহরা বেগম কাজীর ১০৮তম জন্মদিন আজ (১৫ অক্টোবর)। প্রথমবারের মতো বাঙালি মুসলিম নারী চিকিৎসকের সম্মানে নিজেদের ডুডল তৈরি করেছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। তিনি অবিভক্ত বাংলার প্রথম নারী চিকিৎসক ছিলেন। মহীয়সী এই নারীর সম্মানে সার্চ ইঞ্জিন গুগল বিশেষ ডুডল প্রকাশ করেছে।
ডুডলে দেখা যায়, জোহরা বেগম কাজীর গলায় স্টেথোস্কোপ এবং মাথার ওপর গাছের ছায়া। গায়ে জড়ানো হলুদ রঙের একটি পোশাক। সঙ্গে গুগলের অক্ষরগুলোকেও বিশেষভাবে সাজানো হয়েছে।
১৯২৯ সালে আলিগড় মুসলিম মহিলা স্কুল থেকে প্রথম বাঙালি মুসলিম নারী হিসেবে এসএসসি পাস করেন জোহরা কাজী। এরপর মাত্র ২৩ বছর বয়সে ১৯৩৫ সালে দিল্লির লেডি হাডিং মেডিকেল কলেজ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে এমবিবিএস পাস করেন।
পরবর্তীকালে ১৯৪৮ সালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মজীবন শুরু করেন তিনি। দীর্ঘ কর্মময় জীবনের স্বীকৃতি হিসেবে পান একুশে পদক, রোকেয়া পদক ও বিএমএ স্বর্ণপদক।
আনন্দবাজার/ইউএসএস