মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

রাণীশংকৈলে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি সভা

আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু শান্তিপূর্ণভাবে পালনের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৪ অক্টোবর বুধবার এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এদিন দুপুরে উপজেলা অফিসার্স ক্লাবে ইউএনও মৌসুমী আফরিদার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।

বিশেষ অতিথি ছিলেন আ’লীগ সভাপতি অধ্যাপক সাইদুল হক ও সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, ওসি এসএম জাহিদ ইকবাল, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাধন বসাক।

এছাড়াও পৌরসভা সহ ৮ ইউনিয়নের পূজা কমিটির সভাপতি-সম্পাদক, আ’লীগ নেতা গোলাম সারওয়ার বিপ্লব, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম শিল্পি, ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম মুকুল ও জমিরুল ইসলাম, রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি আফরিদা ধর্ম মন্ত্রণালয় প্রেরিত পূজা সংক্রান্ত নির্দেশাবলী সকলের উদ্দেশ্যে পড়ে শোনান। অন্যান্য অতিথিরাও সরকারি বিধি-নিষেধের আলোকে পূজা পালনের কথা তুলে ধরে বক্তব্য দেন। এ বছর মহামারি করোনা প্রাদুর্ভাবের কারণে উপজেলায় মোট ৫৪ টি মন্ডপে নাচ-গান ও মেলা বাদে সামাজিক দূরত্ব ও স্বাস্থবিধি মেনে পূজা পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

আনন্দবাজার/শাহী/কবির

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  মোল্লাহাটে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সংবাদটি শেয়ার করুন