না ফেরার দেশে চলে গেলেন প্রখ্যাত লেখক, মুক্তিযুদ্ধ গবেষক ও বাংলা একাডেমির সাবেক পরিচালক রশীদ হায়দার (৮০)। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর বাসায় মৃত্যুবরণ করেন তিনি।
তার ভাগ্নি রাকা চৌধুরী বলেন, দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন মামা। সকালে মারা যান। মামার আত্মার মাগফেরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন রাকা চৌধুরী।
রশীদ হায়দার নিবন্ধ, অনুবাদ, গল্প-উপন্যাস, নাটক, স্মৃতিকথা ও সম্পাদনা সব মিলিয়ে ৭০ এর অধিক বই রচনা করেছেন। এছাড়াও তিনি বাংলা একাডেমি পুরস্কার (১৯৮৪), একুশে পদক (২০১৪), হুমায়ুন কাদির পুরস্কার ও অগ্রণী ব্যাংকসহ নানা পুরস্কারে ভূষিত হয়েছেন।
তিনি ১৯৪১ সালের ১৫ জুলাই পাবনার দোহাপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৫৯ সালে গোপালগঞ্জ ইনস্টিটিউশন থেকে মাধ্যমিক, ১৯৬১ সালে পাবনা এডওয়ার্ড কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। পরে ১৯৬৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর শেষ করেন তিনি।
আনন্দবাজার/এইচ এস কে




