বুধবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

দেশজুড়ে ইন্টারনেট বন্ধ রাখার হুমকি

ঢাকার দুই সিটি করপোরেশন বিকল্প ব্যবস্থা না করে এবং বিনা নোটিসে বৈদ্যুতিক খুঁটি থেকে  ইন্টারনেট ও কেবল টিভির ঝুলন্ত তার সরিয়ে দিচ্ছে বলে অভিযোগ করেছেন ইন্টারনেট ও কেবল টিভি নেটওয়ার্ক ব্যবসায়ীরা। এর ফলে ব্যবসায়ীদের ২০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলেও দাবি করেছেন তারা। বিনা নোটিসে ঝুলন্ত তার অপসারণ বন্ধ করা না হলে ১৮ অক্টোবর থেকে সারা দেশে প্রতিদিন ৩ ঘণ্টা করে ইন্টারনেট ও কেবল টিভির সংযোগ বন্ধ রাখার হুমকি দিয়েছে আইএসপি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এবং কেবল অপারেটর্স অ্যাসেসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) নামে দুটি সংগঠন। গতকাল জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ হুমকি দেন ইন্টারনেট ও কেবল টিভি নেটওয়ার্ক ব্যবসায়ীরা।

সংবাদ সম্মেলনে বলা হয়, বিকল্প ব্যবস্থা না করে বিনা নোটিসে বৈদ্যুতিক খুঁটি থেকে ইন্টারনেট ও কেবল টিভি নেটওয়ার্ক অপসারণের সিদ্ধান্তের কারণে গত দুই মাসে রাজধানীর বিভিন্ন জায়গায় প্রায় ২০ কোটি টাকার কেবল সংযোগ দিতে হয়েছে। এতে মারাত্তকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ইন্টারনেট ও কেবল টিভি ব্যবসায়ীরা।

আইএসপিএবির সভাপতি এমএ হাকিম জানান, ১৭ অক্টোবরের মধ্যে সমাধান না হলে ১৮ অক্টোবর থেকে প্রতিদিন ৩ ঘণ্টা করে সারা দেশে ইন্টারনেট ডেটা কানেক্টিভিটি ও কেবল টিভির সেবা প্রতীকীভাবে বন্ধ রাখা হবে। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে।

আনন্দবাজার/এফআইবি

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  মানুষ ভেনিস ঘুরতে না গিয়ে ঢাকায় আসবে

সংবাদটি শেয়ার করুন