হাঙরি পাবনার উদ্যোগে নারীদের স্বনির্ভরতা অর্জনে খাবার তৈরি ভিত্তিক একদিনের বুনিয়াদি প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে পাবনায়। স্থানীয় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান তহুরা আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে সোমবার সকাল থেকে বিকাল অবধি মানসম্মত খাবার ও খাবার তৈরির উদ্যোক্তা যুবতীদের নিয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পাবনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আলহাজ্ব শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, যমুনা টেলিভিশনের পাবনা জেলা প্রতিনিধি ও দৈনিক ইছমাতির প্রধান প্রতিবেদক ছিফাত রহমান সনম এবং সরকারি মহিলা কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক আলমগীর বুলবুল।
হাঙরি পাবনার পরিচালক দেওয়ান মাহবুবের সভাপতিত্বে ও পরিচালনায় দিনভর এ প্রশিক্ষণে বিভিন্ন কলেজে অধ্যায়নরত ত্রিশজন মেয়ে ও ছয় জন ছেলে অংশ নেন। প্রশিক্ষণ পরিচালনা করেন আবু বক্কর সিদ্দিক।
উল্লেখ্য, হাঙরি পাবনার বর্তমান সদস্য সংখ্যা সাড়ে তিন হাজার। পড়ালেখার পাশাপাশি তারা যেন বাজে সময় নষ্ট না করে উদ্যোগী হয়ে সৃষ্টিশীল কাজে ব্যস্ত থাকে এটিই এই গ্রুপের প্রয়াস বলে জানান আয়োজকেরা।
আনন্দবাজার/শাহী/শাহীন