ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

‘বাজারে সুস্থ প্রতিযোগিতা না হলে ভোক্তা ক্ষতিগ্রস্ত হন’

বাজারে সুস্থ প্রতিযোগিতা নিশ্চিত করতে কঠোর হচ্ছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। গতকাল রবিবার রাজধানীর ইস্কাটনে কমিশনের মিলনায়তনে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (ডিজেএফবির) সাংবাদিকদের জন্য আয়োজিত এক কর্মশালায় এ কথা বলেন প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন মফিজুল ইসলাম।

মফিজুল ইসলাম বলেন, বাজারে সুস্থ প্রতিযোগিতা না হলে ভোক্তা ক্ষতিগ্রস্ত হন। ভোক্তাকে কিছুতেই ক্ষতিগ্রস্ত করা যাবে না। বাজার হচ্ছে একটা খেলার মাঠ। তবে এখানে খেলোয়াড় হচ্ছে উৎপাদনকারী, ব্যবসায়ী এবং ভোক্তা। সরকার বাজারে রেফারির দায়িত্ব পালন করে থাকে।

বাজারে অসুস্থ প্রতিযোগিতা হলে প্রতিযোগিতা কমিশন আইন প্রয়োগ করছে উল্লেখ করে তিনি বলেন, সু্স্থ প্রতিযোগিতা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কর্মশালার উদ্বোধন করেন বাণিজ্যসচিব ড. মোহাম্মদ জাফর উদ্দিন। কর্মশালায় বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন প্রতিযোগিতা কমিশনের সদস্য জিএম সালেহউদ্দিন ও আব্দুর রউফ।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন