ইন্টারনেট-ডিশ লাইন বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন সেবাদাতারা। রাজধানীতে ঝুলন্ত তারগুলো অপসারণের বিকল্প কোন ব্যবস্থা না করলে আগামী ১৮ অক্টোবর থেকে সারাদেশে ইন্টারনেট ও কেবল টিভি সেবা (ডিশ) বন্ধের হুঁশিয়ারি দিয়েছে তারা।
প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সারাদেশে ইন্টারনেট ও কেবল টিভি সেবা (ডিশ) বন্ধ রাখা হবে বলে জানিয়েছে ইন্টারনেট ও কেবল টিভি সেবাদাতারা।
জানা গেছে, সোমবার (১২ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন তারা। এ সময় চলমান সমস্যা সমাধানে ১৭ অক্টোবর পর্যন্ত সময় নির্ধারিত করে দেন তারা। সেই সাথে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়।
দাবিগুলো:
১. লাস্ট মাইল কেবলের স্থায়ী সমাধান না করা পর্যন্ত কোনো ঝুলন্ত তার অপসারণ করা যাবে না।
২. আইএসপিএবি, কোয়াব, বিটিআরসি, এনটিটিএন এবং সিটি করপোরেশন সমন্বয়ে লাস্ট মাইল কেবল স্থাপন করা হয়েছে কি-না তা নিশ্চিতকরণে একটি কমিটির মাধ্যমে সরেজমিনে তদন্তের ব্যবস্থা করতে হবে।
৩. সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক বাসা-বাড়ি ও ব্যাংকসহ সকল পর্যায়ে ইন্টারনেট ও ক্যাবল টিভি সেবার মূল্য নির্ধারণ করতে হবে।
৪. গ্রাহক পর্যায়ে ইন্টারনেট ও ক্যাবল টিভি সেবা স্বল্পমূল্যে দেয়ার লক্ষ্যে এনটিটিএন’র মূল্য সরকার কর্তৃক নির্ধারণ করতে হবে।
৫. গ্রাহক পর্যায়ে নিরবচ্ছিন্ন সেবা প্রদানে নিশ্চয়তার পক্ষে এনটিটিএনগুলোর সার্বিক সক্ষমতা আছে কি-না তা যাচাইয়ের ব্যবস্থা করতে হবে।
আনন্দবাজার/এইচ এস কে