বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

মাতামুহুরী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট

কক্সবাজারের চকরিয়া মাতামুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলন বিরুদ্ধে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এসময় নদীর বিভিন্ন পয়েন্ট থেকে ৬টি ড্রেজার মেশিন পুড়ে দেওয়া হয়েছে।

রবিবার (১১অক্টোবর) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিট্রেট সৈয়দ শামসুল তাবরীজ এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিট্রেট সৈয়দ শামসুল তাবরীজ বলেন, মাতামুহুরী নদীর তীরবর্তী রাস্তা, ঘাট, মসজিদ, মাদ্রাসা, স্কুল, মন্দির সহ আরো নানান পাকা দালান অবৈধভাবে বালু উত্তোলনে নদী গর্ভে বিলীন হওয়ার বিভিন্ন সূত্রে অভিযোগে চকরিয়া পৌরসভা ও কাকারা ইউনিয়নে এলাকায় ভাসমান বড় বেইজ এর উপর স্থাপিত ১টি সহ মোট ৬টি ড্রেজার পুড়িয়ে দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ছিলেন, চকরিয়া থানা পুলিশের একটি টিম, আনসার সদস্য, উপজেলা প্রশাসনের স্টাফ।

আনন্দবাজার/শাহী/রাজু

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  লাভের চেয়ে সেবাটাই বড় কথা

সংবাদটি শেয়ার করুন