সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদরের ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আজ শনিবার সকাল ১১টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত ধর্ষণবিরোধী অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
এছাড়া বিক্ষোভ মিছিল ও আলোচনা সভাও অনুষ্ঠিত হয়েছে। এ উপজেলার স্কুল-কলেজে ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সচেতন ছাত্র-ছাত্রীরা এতে অংশ নেয়। অবস্থান কর্মসূচি পালন করা শেষে নানা স্লোগান সংবলিত ধর্ষবিরোধী এক বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সদরের শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে সেখানে “নারীকে শুরু নারী নয়, মানুষ ভাবতে শিখুন’ এই বিষয়টিকে সামনে রেখে শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গৌতম তালুকদার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিপন আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলমগীর কবীর শান্ত, সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসিফ আহমেদ প্রমুখ।
আনন্দবাজার/শাহী/মোবারক