সিলেটের জাফলংয়ের পিয়াইন নদীতে সম্প্রতি ভারত থেকে এক ব্যক্তির মৃতদেহ ভেসে এসেছে। তবে মৃত ব্যক্তিটি ভারতীয় খাসিয়া জাতিগোষ্ঠীর কেউ হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
জানা গেছে, আজ শনিবার সকালে ভাসমান মৃতদেহটি উদ্ধার করেছে পুলিশ। সকালে জাফলং জিরোপয়েন্ট সংলগ্ন পিয়াইন নদীতে মৃতদেহটি ভাসতে দেখা যায়। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে নদী থেকে মৃতদেহটি উদ্ধার করে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ ব্যাপারটি নিশ্চিত করেন। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ব্যাপারটি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মাধ্যমে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সাথে আলোচনাক্রমে মৃতদেহটি হস্তান্তর করা হবে।
আনন্দবাজার/এইচ এস কে