করোনায় দীর্ঘদিন ফ্লাইট চলাচল বন্ধ থাকার পর আবারো বাংলাদেশের সঙ্গে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে সিঙ্গাপুর এয়ারলাইন্স। আগামী ২০ অক্টোবর থেকে ঢাকা সঙ্গে ফ্লাইট চলাচল শুরু করবে সিঙ্গাপুর এয়ারলাইন্স। প্রথম পর্যায়ে সপ্তাহে দুটি করে ফ্লাইট পরিচালনা করা হবে।
এয়ারলাইন্সটি নিজস্ব ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা মহামারির মধ্যে ফ্লাইট চলাচল বন্ধ থাকার পর প্রথম ফ্লাইটটি ২০ অক্টোবর স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে সিঙ্গাপুর থেকে ছেড়ে আসবে। পরে ফিরতি ফ্লাইট হিসেবে ওইদিন রাত ১১টা ৫৫ মিনিটে আবার ঢাকা ছাড়বে।
এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, সিঙ্গাপুর যেতে বাংলাদেশ থেকে করোনা নেগেটিভ সার্টিফিকেট লাগবে না। তবে সিঙ্গাপুর পৌঁছানোর পর করোনা পরীক্ষা করা হবে। প্রত্যেক যাত্রীকে বিমানবন্দর থেকে সরাসরি ১৪ দিনের জন্য হোটেলে কোয়ারেন্টাইনে যেতে হবে। এজন্য অতিরিক্ত প্রায় দেড় লাখ টাকা খরচ হতে পারে; যা যাত্রীকে দিতে হবে।
আনন্দবাজার/ইউএসএস