ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বাউফলে ছাত্রলীগ আয়োজিত ধর্ষণ বিরোধী প্রতিবাদ মিছিল

পটুয়াখালীর বাউফল উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে বর্বরোচিত নির্যাতন এবং সাম্প্রতিক দেশের বিভিন্ন এলাকায় গণধর্ষণ, ধর্ষণ সহ নারী নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।

আজ শুক্রবার বিকাল ৫টা ৩০ মিনিটে তাদের কুন্ডপট্টি দলীয় কার্যালয় থেকে প্রতিবাদ মিছিলটি শুরু হয়ে পৌর এলাকার প্রধান প্রধান প্রধান সড়ক ঘুরে আবার দলীয় কার্যালয়ে এসে শেষ হয় এবং মিছিল শেষে প্রতিবাদ সভা করে। প্রায় চার শতাধিক ছাত্রলীগের নেতা-কর্মীর উপস্থিতিতে এ কর্মসূচি পালন করা হয়।

বাউফল উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান হাসানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষকলীগের সাবেক সদস্য এস এম ইউসুফ, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহির রায়হান তালুকদার,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক উত্তম গাঙ্গলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সিপন ও বাউফল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহামুদ রাহাত জামসেদ প্রমুখ।

আনন্দবাজার/শাহী/ইমন

সংবাদটি শেয়ার করুন