ঢাকা | শনিবার
১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

জবিতে রোভারের বেসিক কোর্স সম্পন্ন

বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চলের পরিচালনায়, রোভার অঞ্চলের ব্যবস্থাপনায় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সহযোগিতায় ৪৮০তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স শেষ হয়েছে।

৫ দিনব্যাপী এই লিডার বেসিক কোর্স আজ বৃহস্পতিবার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সমাপনী অধিবেশন হয়। এর আগে গত ৪ অক্টোবর অনলাইন মাধ্যমে এই কোর্স শুরু হয়। এই কোর্সের কোর্স লিডার ছিলেন, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের উপ-পরিচালক আবুল খায়ের।

উক্ত কোর্সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজ, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, তিতুমীর কলেজ রোভার স্কাউট গ্রুপ এবং একাত্তর ওপেন স্কাউটস গ্রুপ, আমরা স্কাউট গ্রুপ থেকে ৫০জন রোভার অংশগ্রহণ করেন।

আনন্দবাজার/শাহী/সাইদ

সংবাদটি শেয়ার করুন