তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অনিয়ম বা অবৈধ অর্থপাচার বন্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) স্থাপন করা হচ্ছে অত্যাধুনিক ডিজিটাল ল্যাবরেটরি (ল্যাব)। এর মাধ্যমে বিভিন্ন ধরনের ডিভাইস ব্যবহার করে হুন্ডি, মানি লন্ডারিং ও অবৈধ অর্থ লেনদেনসহ নানা অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িতদের শনাক্ত করা হবে।
যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) ও সেন্ট্রাল ইনটেলিজেন্স এজেন্সি (সিআইএ) এবং ভারতের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)-এর দক্ষ কারিগরি টিমের সহায়তায় এ ল্যাব দুদকের প্রধান কার্যালয়েই স্থাপন করা হবে।
এফবিআই ও সিবিআইসহ বিভিন্ন দেশি-বিদেশি গোয়েন্দা সংস্থা যে ধরনের যন্ত্রপাতি ব্যবহার করে, দুদকও সেই ধরনের যন্ত্রপাতি দিয়েই ফরেনসিক ল্যাব স্থাপন করছে।
জানা গেছে, ফরেনসিক পরীক্ষার বিষয়ে উচ্চতর প্রশিক্ষণের জন্য আগামী সপ্তাহে দুদকের তথ্য-প্রযুক্তি ও সাইবার ইউনিট প্রধান রাজিব হাসানের নেতৃত্বে একটি টিম আমেরিকায় যাচ্ছে। চলতি মাসের শেষে ফরেনসিক ল্যাবের কার্যক্রম শুরু করা হতে পারে। প্রথম ধাপে ল্যাব স্থাপনে ব্যয় হচ্ছে ৮ কোটি টাকা। টেন্ডারের মাধ্যমে ল্যাব স্থাপনের কাজটি করে ‘ডায়নামিক সলুশন’ নামে একটি প্রতিষ্ঠান।
সূত্র জানায়, ড্রোনেরও ফরেনসিক পরীক্ষা করতে পারবে দুদক। এর মধ্যদিয়ে ড্রোনের মধ্যে ক্ষতিকর কিছু আছে কি না, তা জানা যাবে।
আনন্দবাজার/ইউএসএস