ঢাকা | রবিবার
১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ধর্ষণ বিরোধী আন্দোলনে উত্তাল রাজপথ

সম্প্রতি দেশে আশংকাজনক হারে বেড়ে গেছে ধর্ষণ ও নারী নির্যাতন। এরই প্রতিবাদে উত্তাল হয়েছে রাজধানীসহ সারাদেশের রাজপথ। শিশু, কিশোর, বৃদ্ধা কেউই রেহাই পাচ্ছে না ধর্ষকদের ভয়াল থাবা থেকে। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দৃষ্টান্তমূলক মৃত্যুদণ্ড দেয়ার দাবিতে এবার রাজপথে নেমেছে সারাবাংলার তরুণ সমাজ।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাজধানীর উত্তরায় সাধারণ ছাত্রদের নিয়ে গড়ে ওঠা আন্দোলনের দ্বিতীয় দিন ছিলো। সকাল ১১ টা থেকে আন্দোলন শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির জন্য খানিকটা বিরতিতে শুরু হয় শিক্ষার্থীদের জমায়েত। সকলকে তাক লাগাতে শিক্ষার্থীরা উত্তরার বি এন এস সেন্টারের সামনে জাতীয় সংগীত এর মাধ্যমে শুরু করে দ্বিতীয় দিনের কর্মসূচি। এরপর থেকেই স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে উত্তরার রাজপথ।

আন্দোলনরত শিক্ষার্থী

 

উত্তরার বি এন এস থেকে পদযাত্রা শুরু করে হাউজবিল্ডিং এ যেয়ে সকলে একত্রিত হয় এবং রাস্তা ব্লক করে শুরু হয় কঠোর আন্দোলন। আন্দোলনের অন্যতম আহব্বায়ক আরেফিন রাফি সকলকে ধর্ষণের বিরুদ্ধে শপথ পাঠ করান। স্লোগানে স্লোগানে কম্পিত হতে থাকে চারপাশ। বেলা ৩.৩০ টা পর্যন্ত চলে আন্দোলন। এক পর্যায়ে হাউজবিল্ডিং থেকে পুনরায় বি এন এস সেন্টারে এসে শেষ হয় তাদের আন্দোলন। একইসাথে তারা পরবর্তী দিনের কর্মসূচী ও ঘোষণা করে।

নিরাপদ সড়ক আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম-আহব্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহীদুল ইসলাম আপন জানান, আমরা ১৮-তে যেভাবে সড়ক সংস্কারের জন্য রাস্তায় নেমেছিলাম, সেই একইভাবে আজ আমরা মা-বোনেদের সম্ভ্রমহানির বিচারের দাবিতে রাস্তায় নেমেছি। আমরা শুধু উত্তরা না সারা বাংলাদেশব্যাপী এই আন্দোলন ছড়িয়ে দিতে চাই। আমাদের দাবি যতদিন পর্যন্ত মানা না হবে ততদিন আমরা রাজপথ ছাড়ছি না।

আন্দোলনরত শিক্ষার্থী

আন্দোলনরত বদরুন্নেসা কলেজের শিক্ষার্থী গালিবা জাহান জানান, আমরা নারীরা কোথাও নিরাপদ না। আজ নোয়াখালী, সিলেটে আমাদের মা-বোনরা ধর্ষিত হচ্ছে কাল আমরা যে কেউ ধর্ষিত হতে পারি। এই আন্দোলন আমাদের সম্ভ্রম রক্ষার আন্দোলন। আমাদের নারীদের অধিকার আমাদের নিজেদেরই আদায় করতে হবে। অধিকার আদায়ে শুরু থেকেই সচেষ্ট ছিলাম এবং এটার শেষ আমরা দেখে ছাড়বো। বোনদের অনুরোধ আপনারা ঘরে বসে না থেকে অধিকার আদায়ের এই আন্দোলনে যোগ দিন।

উল্লেখ্য, রাজধানীর উত্তরা ছাড়াও মঙ্গলবার সারা বাংলাদেশে প্রায় ৪০ টি স্থানে ধর্ষণ বিরোধী আন্দোলন হয়েছে। এ সংখ্যা সামনে আরও বৃদ্ধি পাবে বলে জানা গেছে।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন