দেশব্যাপী চলছে ধর্ষণবিরোধী বিক্ষোভ। নোয়াখালী ও সিলেটের ধর্ষণসহ নারীদের সকল নির্যাতনকে কেন্দ্র করে অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তির দাবিতে মিছিল করছে বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ।
এই বিক্ষোভের পরিপ্রেক্ষিতেই সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নোয়াখালী ও সিলেটে যা ঘটেছে তা বর্বরতার চূড়ান্ত উদাহরণ, আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করব আমরা। আজ মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, দেশে আইনের শাসন আছে বলেই অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে, কিন্তু নিপীড়করা মানুষ না, এরা অমানুষ, এ জন্যই এমন নেক্কারজনক ঘটনা ঘটছে।
এর আগে, গত রবিবার (০৪ অক্টোবর) নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুরে অনৈতিক কাজের অপবাদ দিয়ে এক নারীকে বিবস্ত্র করে ব্যাপকভাবে নির্যাতন করেছে একদল যুবক। সেই সাথে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে তোলপাড় সৃষ্টি হয়।
অন্যদিকে, গত ২৫ সেপ্টেম্বর রাত ৮টায় সিলেটের এমসি কলেজের ফটকের সামনে বেড়াতে যাওয়া এক তরুণী ও তার স্বামীকে জোরপূর্বক কলেজের ছাত্রাবাসে নিয়ে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ করেন একদল তরুণ।
আনন্দবাজার/এইচ এস কে