দ্বিতীয় দফার বন্যায় নাটোরের সিংড়ায় প্রায় দুইশ’ কোটি টাকার ক্ষয়ক্ষতি। একই সঙ্গে মৎস্য, কৃষি, প্রাণী সম্পদ, রাস্তা-ঘাটসহ অবকাঠামো খাতে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।
এছাড়াও নদীগর্ভে বিলীন হয়ে গেছে অর্ধশত ঘর-বাড়ি। ইতোমধ্যেই সংসদ সদস্য ও আইসিটি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক ভাঙন এলাকা পরিদর্শন করে আর্থিক সহায়তা দিয়েছেন স্থানীয়দের।
এদিকে, শোলাকুড়া বাঁধ ভেঙে যাওয়াতে শোলাকুড়া, সোহাগবাড়ি, কতুয়াবাড়ি, মহেশচন্দ্রপুর গ্রামের কয়েক হাজার মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন আছে। অপরদিকে তাজুপর ইউনিয়নের হিয়াতপুর এলাকায় বাঁধ ভেঙে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন ওই ইউনিয়নের কয়েক হাজার মানুষ।
এলজিইডি, সওজ, পাউবো, কৃষি ও মৎস্য অফিস জানায়, দুই দফা বন্যায় প্রায় ৫০ কিলোমিটার রাস্তার ক্ষতি হয়েছে। এতে করে ৫০ কোটি টাকার ক্ষতি হবার সম্ভাবনা আছে। এ বছর বন্যায় সড়ক ও জনপদের অধীনে সিংড়া-বলিয়াবাড়ি, সিংড়া-তাজপুর সড়কের বিভিন্ন অংশে ভাঙনে প্রায় ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে।
আনন্দবাজার/এম.কে