রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

আজও প্রবাসীদের ভিড়, অতিরিক্ত পুলিশ মোতায়েন

আজও প্রবাসীরা ভিড় জমিয়েছে সৌদি এয়ারলাইন্স কার্যালয়ের সামনে। সৌদি আরবের ফিরতি টিকিটের টোকেনের আশায় হোটেল সোনারগাঁওয়ের গেটে অপেক্ষা করছেন শতাধিক প্রবাসী।

জানা গেছে, আজ সোমবারও (৫ অক্টোবর) টোকেনের জন্য ভিড় জমান প্রবাসীরা। এদিকে টোকেন-টিকিটকে কেন্দ্র করে হোটেল সোনারগাঁওয়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। তাই সকাল থেকেই হোটেলের চারপাশে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

যারা টোকেনের জন্য এসেছেন, তাদের নিরাপত্তা কর্মীরা একটি ফরম দিচ্ছেন। সেই ফরমে ভিসার মেয়াদ, পাসপোর্ট এবং মোবাইল নম্বর লিখতে বলা হয়েছে। তবে একটি ফরমে প্রায় ২০ জন প্রবাসী তথ্য লিখে দিতে পারছেন।

টোকেন প্রত্যাশী সাইদুর রহমান জানান, টোকেনের জন্য এসেছি, এখানে একটা ফরম দিয়েছে, সেটা পূরণ করে জমা দিয়েছি।

তবে গতকাল রবিবারের (৪ অক্টোবর) মতো লোকসমাগম বেশি না হলেও ব্যাপক সতর্ক রয়েছে পুলিশ।

সৌদি এয়ারলাইন্স ইতোমধ্যে ঘোষণা দিয়েছে, যারা এই ফরম পূরণ করবেন, ভিসার মেয়াদ অনুযায়ী তাদের টিকিট দেওয়া হবে, অর্থাৎ যার ভিসার মেয়াদ কম, তিনি আগে সৌদি যাওয়ার টিকিট পাবেন।

আনন্দবাজার/ এইচ এস কে

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  করোনা প্রকোপে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন বন্ধ

সংবাদটি শেয়ার করুন