ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

১২-১৩ অক্টোবর সারাদেশে পণ্য পরিবহন ধর্মঘট

সড়ক পরিবহন আইন সংশোধনসহ নয় দফা দাবিতে ১২ অক্টোবর থেকে সারাদেশে ৪৮ ঘণ্টার ধর্মঘট ডেকেছে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ।

শনিবার চট্টগ্রাম নগরের শাহ আমানত সেতু সংলগ্ন রাজবাড়ি কমিউনিটি সেন্টারে আয়োজিত সমন্বয় পরিষদের এক সভা থেকে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়। দাবি আদায় না হলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুমকিও দেওয়া হয়।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওসমান আলী বলেন, পরিবহন মালিক-শ্রমিকদের স্বার্থের কথা বিবেচনা না করে সরকার সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়ন করেছে। ফলে সারাদেশে পরিবহন সেক্টরে নৈরাজ্য চলছে।

৩১ ডিসেম্বরের মধ্যে এ আইন সংশোধনসহ পরিবহনে নৈরাজ্য ঠেকাতে নয় দফা দাবি দেওয়া হয়েছে। দাবি আদায়ের অংশ হিসেবে ১২ ও ১৩ অক্টোবর সারাদেশে ৪৮ ঘণ্টার পণ্য পরিবহন ধর্মঘট পালন করা হবে।

দাবি আদায়ের জন্য ধাপে ধাপে ৯৬ ঘণ্টা এবং প্রয়োজনে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট আহ্বান করা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

 

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন