ঢাকা থেকে লঞ্চে করে বরিশাল যাচ্ছিলেন ফাহিমা বেগম এবং তার পতি। বাড়িতে সন্তান প্রসবের উদ্দেশেই পতির সঙ্গে লঞ্চে যাত্রা করেন তিনি। কিন্তু মাঝ নদীতেই ফাহিমার প্রসব ব্যথা ওঠে। শেষ পর্যন্ত লঞ্চেই ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন তিনি।
এ ঘটনায় ফাহিমা ও তার পতি ফোরকান হাওলাদারকে আজীবন বিনা ভাড়ায় ওই লঞ্চে যাতায়াতের সুযোগ করে দিয়েছে লঞ্চ কোম্পানি। সদ্যজাত শিশুটিও ১২ বছর পর্যন্ত বিনা ভাড়ায় এই লঞ্চে যাতায়াত করতে পারবে।
শনিবার রাত পৌনে ১২টায় ঢাকা-বরিশাল রুটের লঞ্চ অ্যাডভেঞ্চার- ৯ এ সন্তান প্রসবের ঘটনাটি ঘটে। এতে লঞ্চটিতে উৎসবের পরিবেশ তৈরি হয়।
এ দম্পতির বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল গ্রামে।
আনন্দবাজার/ইউএসএস