ঢাকা | রবিবার
১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

রাণীশংকৈলে আলী আকবর এমপি’র মৃত্যুবার্ষিকী পালিত

ঠকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও মুক্তিযুদ্ধের সংগঠক সাবেক সংসদ সদস্য আলী আকবর এমপি’র ২৭ তম মৃত্যুবার্ষিকী রবিবার (৪ অক্টোবর) পালিত হয়েছে। এ উপলক্ষে পৌর শহরের আলী আকবর মেমোরিয়াল অটিস্টিক ও প্রতিবন্ধি স্কুলে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

সমাজসেবক নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় মরহুম নেতার স্মৃতিচারণ করে বক্তব্য দেন, মরহুম নেতার কন্যা স্কুলের প্রতিষ্ঠাতা-পরিচালক সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগ সহ-সভাপতি সেলিনা জাহান লিটা, মরহুম নেতার জামাতা রাণীশংকৈল প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, আ’লীগ নেতা আনিসুর রহমান বাকী, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নওরোজ কাউসার কানন, পৌর আ’লী সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি রফিউল ইসলাম, মহিলা লীগ সম্পাদিকা ফরিদা ইয়াসমিন, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হাবিব ডন, প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে প্রেসক্লাব সম্পাদক সফিকুল ইসলাম শিল্পি, সাংবাদিক হুমায়ুন কবির, সাবেক তুখোড় ছাত্রনেতা রুকুনুল ইসলাম ডলার, সাবেক ছাত্রনেতা ও শ্রমিকলীগ সাধারণ সম্পাদক রুস্তম আলী, প্রতিবন্ধি নেটওয়ার্ক সদস্য মুন্নাফ হোসেন, ডা: তাজুল ইসলাম হাবুলসহ শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রিরা উপস্থিত ছিলেন। পরে, মৌলানা রুহুল
আমিনের পরিচালনায় মিলাদ ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আনন্দবাজার/শাহী/কবির

সংবাদটি শেয়ার করুন