ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুয়েতের উদ্দেশে রওনা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী

কুয়েতের উদ্দেশে রওনা হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বাংলাদেশের বিশেষ বার্তাবাহী এই সফরে  পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। রবিবার সকাল ১১টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে তারা কুয়েতের উদ্দেশে রওনা দিয়েছেন।

করোনাভাইরাস মহামারির মধ্যে পররাষ্ট্রমন্ত্রীর দ্বিতীয় সফর এটি। এর আগে গত মাসে তুরস্কে বাংলাদেশ দূতাবাস ভবন উদ্বোধন উপলক্ষে সফরে গিয়েছিলেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, দেশটির নতুন আমির শেখ নাওয়াফ আল আহমাদ আল সাবাহর দায়িত্বগ্রহণ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী ও সচিব। তারা নতুন আমিরের সঙ্গে সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর বার্তা পৌঁছে দেবেন। আগামী ৬ অক্টোবর পররাষ্ট্রমন্ত্রী ও সচিবের ঢাকায় ফেরার কথা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রীর এবারের সফরের লক্ষ্য, কুয়েত সরকারের সঙ্গে বিদ্যমান সুসম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে বাংলাদেশের আগ্রহ ও আন্তরিকতার কথা জানানো। সফরকালে তিনি কুয়েতের নতুন আমির শেখ নাওয়াফ আল আহমাদ আল সাবাহর সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। সাক্ষাতে তিনি আমির শেখ সাবাহ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গভীর শোক ও নতুন আমিরের উদ্দেশে অভিনন্দন বার্তা পৌঁছে দেবেন।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন