ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

রিটার্ন টিকিটের টোকেন দেওয়া শুরু করলো সৌদি এয়ারলাইন্স

রিটার্ন টিকিটের টোকেন নেওয়ার জন্য প্রবাসীরা ভিড় জমিয়েছে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স কার্যালয়ের সামনে। ইতোমধ্যে কয়েকদিন বন্ধ থাকার পর সৌদি আরবে ফিরতি টিকিট বিক্রির টোকেনের কার্যক্রম শুরু করেছে সংস্থানটি।

জানা গেছে, রবিবার ( ৪ অক্টোবর ) সকাল থেকে শুরু হয় এই কার্যক্রম। সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছে।

সৌদি এয়ারলাইন্স জানায়, সৌদি থেকে লকডাউনের আগে যারা সৌদির রিটার্ন টিকিট নিয়ে দেশে ফিরেছিলেন শুধুমাত্র তাদেরই এই ফিরতি টোকেন দেওয়া হবে। টোকেন অনুযায়ী নির্ধারিত তারিখে তারা টিকিট কিনতে পারবে প্রবাসীরা।

এর আগে সর্বশেষ গত ১ অক্টোবর ৩০০১ থেকে ৩৩০০ টোকেনধারীদের টিকেট দেয় সৌদি এয়ারলাইন্স। এরপর ২ এবং ৩ তারিখ তারা আর কোনো টোকেন ইস্যু করেনি।

উল্লেখ্য, লকডাউনে দেশে ফিরে আটকেপড়া প্রবাসীদের ফেরাতে ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে সৌদি ও বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সেই সাথে ফ্লাইট সংখ্যা বাড়িয়েছে উভয় এয়ারলাইনস। এছাড়াও বিমান প্রবাসীদের ফেরাতে সৌদির ৩ শহরে মোট ১২ টি বিশেষ ফ্লাইট পরিচালনা করছে।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন