ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রণয়নেই আটকে আছে গ্যাস পাইপলাইন ব্যবস্থাপনা

রাজধানীতে সকল গ্যাস পাইপলাইন প্রায় ২৫ বছরের পুরনো। আবার কোন কোন স্থানে সেগুলোর বয়স ৪০ বছর পেরিয়ে গেছে। এতে রাজধানীর বিরাট একটি অংশের সাধারণ মানুষ ব্যাপক ঝুঁকির মধ্যে বসবাস করছেন। এদিকে নারায়ণগঞ্জে মসজিদে এসি বিস্ফোরণ ঘটনার পর সেই আশঙ্কা আরও বৃদ্ধি পেয়েছে।

জানা গেছে, এক সংবাদ সম্মেলনে গ্যাসের পাইপলাইন পরিবর্তনে নতুন প্রকল্প হাতে নেওয়ার কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সেই সাথে এটি বাস্তবায়ন হলে দুর্ঘটনার আশঙ্কা কমে যাবে বলে মনে করেন তিনি।

কিন্তু পাইপলাইন পরিবর্তনের উদ্যোগ এখন উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়নের মধ্যে আটকে আছে। সেই সাথে প্রকল্পটি বাস্তবায়ন করতে কয়েক বছর লেগে যাবে।

তিতাসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোক্তাদির আলীর বলেন, দুর্ঘটনা রোধ করতে তিন শিফটে ২৪ ঘণ্টার মনিটরিং সেবা চালু রাখতে হবে। সেই সাথে এই সেবাকে বিকেন্দ্রীকরণের ব্যবস্থা রাখতে হবে। সাধারণ মানুষকে সচেতন হতে হবে। গ্যাসের পাইপলাইনে কোথাও লিকেজ থাকলে খুব দ্রুত তিতাসকে জানাতে হবে।

বিশেষজ্ঞরা বলছেন, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা প্রতিরোধে একাধিক কার্যকর পদক্ষেপ গ্রহন করতে হবে। আধুনিক বিতরণ ব্যবস্থায় ড্রোন দিয়ে বিতরণ লাইন মনিটর করা যায়।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন