ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

১২ বছরে দেড়শ সন্তানের জনক জো!

১২ বছরে প্রায় দেড়শ নারীর গর্ভে জন্ম নিয়েছে তার সন্তান। চলতি বছর ভারমোন্টের জো নামের আর্জেন্টাইন এই নাগরিকের আরও ১০ শিশু জন্ম নিবে। এটা অবশ্য চোখ কপালে ওঠার মতোই পরিসংখ্যান। তবে অসম্ভব এই ব্যাপারটি সম্ভব হয়েছে, কারণ তিনি একজন স্পার্ম ডোনার।

জানা গেছে, তিনি স্পার্ম ডোনেট করে বহু নিঃসন্তান দম্পতির কোল ভরিয়ে দিয়েছেন। মাত্র ৪৯ বছর বয়েসেই প্রায় দেড়শ সন্তানের বাবা হয়ে গেছেন তিনি। তবে আর্জেন্টিনায় লকডাউনের জন্য আটকে গেলেও সেখানে স্পার্ম ডোনেটের কাজ চালিয়ে গেছেন জো। এরপর তিনি ফিরছেন লন্ডনে। সেখানেও স্পার্ম ডোনেশনের বিশেষ কাজ রয়েছে। পাঁচ নারীর সাথে দেখা করার অ্যাসাইনমেন্ট নিয়েছেন তিনি।

এই ব্যাপারে জো বলেন, তার দেড়শ সন্তান রয়েছে। এখনও পাঁচজন নারীর গর্ভে রয়েছে তার সন্তান। করোনায় বিশ্বব্যাপী লকডাউনেও তার যে কিছু যায় আসেনি, তা বলাই বাহুল্য। বরং লকডাউনে তার কাজের চাপ আরও বেড়েছিল বলে জানান তিনি।

তিনি আরও বলেন, খুব ভালো লাগে যখন একটি শিশু জন্ম নেয়। সন্তানদের মধ্যে অধিকাংশ তারই মতো দেখতে বলে জানান তিনি। নিঃসন্তান দম্পতিদের কোলে সন্তান তুলে দেওয়ার মতো এমন মহৎ কাজ কয়জন করেন, তাই নিজের পেশা নিয়ে বেশ খুশি তিনি। চলতি বছরের মার্চ মাস থেকেই কাজের ব্যাপক চাহিদা বেড়েছে। কৃত্রিমভাবে স্পার্ম ডোনেট করা ছাড়াও যৌন সম্পর্কের মাধ্যমেও তিনি নিঃসন্তান দম্পতিদের সন্তান দেন।

তিনি জানান, পৃথিবীতে তার সন্তানরা ছড়িয়ে রয়েছে। ২০০৮ সাল থেকে এই কাজ করছেন জো। নিজের পেশাকে গর্বের বলে জানান তিনি। সেই সাথে ৯০ বছর বয়সেও স্পার্ম ডোনেট করার স্বপ্ন দেখেন জো। প্রতি বছর ১০টি শিশুর জন্ম দেওয়া তার লক্ষ্য। তবে আড়াই হাজারের বেশি সন্তানের জন্ম দেবেন না তিনি। তবে মানুষের হয়ে যতদিন পারবেন, কাজ করে যাবেন।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন