সম্প্রতি চাঁদপুরে শুরু হয়েছে তিনদিন ব্যাপী ইলিশ উৎসব। ইলিশ সংরক্ষণ ও বংশ বিস্তারে সাধারণ মানুষের জ্ঞান,দক্ষতা এবং দায়িত্ব বাড়াতেই এই উৎসবটির আয়োজন করা হয়েছে।
জানা আছে, উৎসবটি আয়োজন করেছে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ‘চতুরঙ্গ’। আজ শুক্রবার (০২ অক্টোবর) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে শুরু হওয়া এই উৎসবের উদ্বোধন করবেন প্রবীণ মৎস্যজীবী আব্দুল মালেক দেওয়ান।
উৎসবটি শুরু হবে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে। সেই সাথে তিনদিনের এই উৎসবে থাকবে, ইলিশ নিয়ে আলোচনা, বিতর্ক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানমালা।
এতে জেলে, মৎস্য ব্যবসায়ী, শিক্ষার্থী এবং জনপ্রতিনিধিসহ নানা শ্রেণি ও পেশার মানুষজন অংশ নেবেন।
আনন্দবাজার/এইচ এস কে