কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ওয়ারেন্ট ভুক্ত এক আসামীকে আটক করা হয়েছে। আটককৃত আসামীর নাম মোঃ নুরুল আলম(৩৫), পিতা-মৃত শরাফত আলী, গ্রাম-লেমুছড়ি পাড়া,থানা-চন্দ্রঘোনা, উপজেলা- কাপ্তাই, জেলা-রাঙামাটি।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার এ.এস.আই কল্যান বিশ্বাসের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে বুধবার (৩০ সেপ্টেম্বর) ওয়ারেন্টভুক্ত আসামী নুরুল আলমকে আটক করতে সক্ষম হয়।
চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটক আসামী বন মামলার (নং ১৫৭/০৪) ওয়ারেন্ট ভুক্ত আসামী।দীর্ঘদিন ধরে ওয়ারেন্ট মাথায় নিয়ে সে পলাতক ছিল। গোপন সংবাদ পেয়ে গত বুধবার তাকে আটক করা হয়। বৃহস্পতিবার আটক আসামীকে রাঙামাটি কোট হাজতে প্রেরন করা হয়েছে বলে তিনি জানান।
আনন্দবাজার/শাহী/অর্ণব