ঢাকা | রবিবার
২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

সক্রিয় স্বর্ণ চোরাকারবারীরা

করোনা পরিস্থিতি কাটিয়ে না উঠতেই ব্যাপক সক্রিয় হয়ে উঠেছে স্বর্ণ চোরাকারবারীরা। আন্তর্জাতিক ফ্লাইট চালু হতে না হতেই  মাত্র এক সপ্তাহে চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরে ধরা পড়েছে স্বর্ণের দুটি চালান।

জানা গেছে, আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে ৬ কোটি টাকা মূল্যের ৮২ পিস স্বর্ণের বারসহ একযাত্রীকে আটক করেছে এনএসআই এবং কাস্টমস কর্তৃপক্ষ।

স্বর্ণের চালান ঢুকবে এমন গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দারা কড়া নজরদারি বসায় বিমান বন্দরে। ভোর ৬টায় দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের যাত্রী এনামুল হককে সন্দেহ হলে তাকে আটক করে গোয়েন্দা কর্মকর্তারা।

পরে তার দেহ তল্লাশি করে পাওয়া যায় বেশ কয়েকটি প্যাকেট। সেগুলো খুলে পাওয়া যায় প্রায় ১০ কেজি ওজনের ৮২টি স্বর্ণের বার।

এই ব্যাপারে চট্টগ্রাম কাস্টমসের সহকারী পরিচালক মোহাম্মদ মুসা খান জানান, মাত্র কয়েকদিন আগে চালু হয়েছে দুবাই রুটে বিমান চলাচল। এরই মধ্যে দুটি চালান ধরা পড়েছে। আন্তর্জাতিক চোরাকারবারীরা আবারও ব্যাপক সক্রিয় হচ্ছে বলে মনে করছেন কাস্টমস কর্মকর্তারা।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন