সৌদি আরবে কর্মরত রিটার্ন টিকিটধারী আরও ৪০০ প্রবাসীকে ফিরে যাওয়ার সৌদি এয়ারলাইন্স।
জানা গেছে, আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) সৌদি আরবে ফিরে যাওয়ার টিকিট পাবেন এ-১ থেকে এ-২০০ ও বি-১ থেকে বি-২০০ এই ৪০০ প্রবাসী যাত্রী। সকাল সাড়ে ৯টা থেকে টিকিট বিক্রি শুরু হয়।
এই ব্যাপারে এয়ারলাইন্স কর্মকর্তারা বলেন, যারা ফেরত টিকিট নিয়ে দেশে এসে করোনায় আটকা পড়েছেন, তারাই এই টিকিট পাচ্ছেন। এই টোকেনধারীরা সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। ।
এদিকে, আজ বৃহস্পতিবারও রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এয়ারলাইন্স কার্যালয়ে দীর্ঘ ভিড় দেখা গেছে টিকিট সংগ্রহ করার জন্য। আগামী ৪ অক্টোবর পরবর্তী টোকেন বিতরণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
উল্লেখ্য, গত রবিবার ( ২৭-৯-২০২০ ) ৫০০ টিকিটধারী সৌদি আরবের ফিরতি টিকিট পেয়েছন।
আনন্দবাজার/এইচ এস কে




