ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চকরিয়া আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কক্সবাজারের চকরিয়ায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলানয়াতন মোহনায় (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম প্রধান অতিথি উপস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজের সভাপতিত্বে মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, মেয়র আলমগীর চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) তানভীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গিয়াসউদ্দিন চৌধুরী চেয়ারম্যান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যোবায়ের।

সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা মোহাম্মদুল হক, সমাজ সেবা কর্মকর্তা অমিত হাসান,উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দাশ, পৌর আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি ওয়ালিদ মিল্টন, কাকারা ইউপি চেয়ারম্যান শওকত ওসমান, ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান নুরুল আমিন, বিএমচর ইউপি চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর আলম সহ স্থানীয় বিভিন্ন সাংবাদিক, বিভিন্ন শ্রেণীর রাজনৈতিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় এমপি জাফর আলম বক্তব্য বলেন, বিভিন্ন ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ কার্যকরী পদক্ষেপ গ্রহন, অবৈধ যানবাহন, যত্রতত্র অটোবাইক অফিসের নামে চাঁদা আদায় বন্ধ, ও বাল্যবিবাহ বন্ধ করার উপর স্ব-স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নির্দেশনা দেয়া হয়। এসময় আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যসহ বিভিন্ন দপ্তরে কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

আনন্দবাজার/শাহী/রাজু

সংবাদটি শেয়ার করুন