ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

গাজীপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ক সাংবাদিক ওরিয়েন্টেশন

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে গাজীপুরে সংবাদকর্মীদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী অক্টোবর শরু হওয়া জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের নগর ভবনের সভা কক্ষে এই ওরিওয়ন্টেশন সভা অনুষ্ঠিত হয়।

‘‘ভিটামিন ‘এ’ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান” প্রতিপাদ্যে জাতীয় ভিটামিন ‘‘এ’’ প্লাস ক্যাম্পেইন আগামী ৪ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত শিশুদের ভিটামিন ‘এ’ক্যাপসুল খাওয়ানো হবে। এ উপলক্ষে গাজীপুরে সাংবাদিকবৃন্দের অবহিতকরণ সভার আয়োজন করা হয়।

সচিব মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অবহিতকরণ সভায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে সভায় অবহিত করেন ডাঃ মোঃ রহমত উল্লাহ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা নমিতা দে এবং খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা মলয় কুমার দাস।

৬-১১ মাস বয়সী শিশুকে ১ টি করে ‘নীল রঙের’ ভিটামিন এ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে ১ টি করে ‘লাল রঙের’ ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার সাংবাদিকরা অবহিতকরণ সভায় অংশ নেন।

আনন্দবাজার/শাহী/সবুজ

সংবাদটি শেয়ার করুন