ঢাকা | শুক্রবার
৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

কাপ্তাইয়ে ৫২০ জন মৎস্যজীবীকে ভিজিএফ এর চাল বিতরণ

রাঙ্গামাটি জেলার কাপ্তাই লেকে মৎস্য আহরন বন্ধকালীন সময়ে মৎস্য আহরণে বিরত থাকা ৫২০ জন মৎসজীবীকে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফ চাল বিতরন করা হয়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) কাপ্তাই ইউনিয়ন পরিষদ মিলনায়তনে কাপ্তাই উপজেলা প্রশাসন এবং উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের সহযোগীতায় মৎস্যজীবীদের মাঝে এই ভিজিএফের চাল বিতরণ করা হয়।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্যজীবীদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

এসময় কাপ্তাই উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান বাবুল, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজী শামসুল ইসলাম আজমীর, সাবেক সভাপতি তজমুল আলী, হেডম্যান থোয়াই অং মার্মা, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি মোস্তাক আহম্মেদ, সাধারন সম্পাদক সুবাশ দাশ, উপজেলা ছাত্রলীগের সভাপতি এম নুর উদ্দিন সুমন সহ ইউনিয়ন ও উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আনন্দবাজার/শাহী/অর্ণব

সংবাদটি শেয়ার করুন