বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার রায় আজ। তাই নির্দিষ্ট সময়ে বাবার সাথে আদালতে হাজির হয়েছেন মিন্নি। তবে সাক্ষী থেকে আসামি বনে যাওয়া মিন্নি কোন অপরাধ করেনি এবং সে খালাস পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মিন্নির বাবা মোজাম্মেল হক কিশোর।
তিনি সাংবাদিকদের বলেন, সকাল থেকে মিন্নি একটা কথাই আমাকে বারবার বলছে, বাবা আমি নির্দোষ আমি খালাস পাব। তুমি চিন্তা করো না। আমিও বিশ্বাস করি, মিন্নি অপরাধ করেনি সে খালাস পাবে।
জানা গেছে, গতকাল বুধবার বরগুনা জেলা জজ আদালত চত্বরে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা জানান মিন্নির বাবা।
মিন্নি ছিলেন এ মামলার সাক্ষী। কিন্তু ঘটনার তদন্ত কার্যক্রম শুরু হলে তাকে এ মামলার আসামি করা হয়। তবে বর্তমানে তিনি হাইকোর্ট থেকে জামিনে আছেন।
উল্লেখ্য, রিফাত শরীফ হত্যা মামলায় প্রাপ্তবয়স্ক ১০ আসামি হলেন- রাকিবুল হাসান ওরফে রিফাত ফরাজী (২৩), আল কাইয়ুম ওরফে রাব্বি আকন (২১), মোহাইমিনুল ইসলাম সিফাত (১৯), রেজোয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয় (২২), মো. হাসান (১৯), মো. মুসা (২২), আয়েশা সিদ্দিকা মিন্নি (১৯), রাফিউল ইসলাম রাব্বি (২০), মো. সাগর (১৯) ও কামরুল হাসান সায়মুন (২১)। গত বছরের ২ জুলাই রিফাত শরীফ হত্যা মামলার প্রধান আসামি সাব্বির আহম্মেদ ওরফে নয়ন বন্ড (২৫) পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন।
আনন্দবাজার/এইচ এস কে