মোল্লাহাটে র্যাবের অভিযানে ১৫ শত ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারী মোঃ তরিকুল সরদার (৩৮) কে আটক করেছে র্যাব-৬।
গতকাল সোমবার বিকালে মেজর মো আনিস-উজ-জামান এবং এএসপি পহন চাকমা এর নেতৃত্বে র্যাব-৬(স্পেশাল কোম্পানী) খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মোল্লাহাট থানাধীন সোনাপুরা মধ্যপাড়া গ্রামস্থ্য জনৈক কুদ্দুস মোল্লার বসত বাড়ির সামনে কিছু ব্যক্তি মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করছে।
উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে ঘটনার সত্যতা ও আইনগত ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে আসামী মোঃ তরিকুল সরদার (৩৮), পিতা- মোঃ আবু সাইদ , মাতা-মোছাঃ রোকেয়া বেগম, সাং- মোহাম্মদপাড়া, থানা গোপালগঞ্জকে আটক করে। আটককৃত আসামীর দখল হতে ১৫ শত ২০ পিস ইয়াবা ট্যাবলেট। নগদ ৩ লক্ষ ৬ হাজার টাকা, ০৩ টি মোবাইল সেট, ০৫ টি সীমকার্ড সহ (যার একটি সীমে ৬২ হাজার টাকা সংযুক্ত) উদ্ধার করেন।
ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানায় যে, সে দীর্ঘদিন যাবত বিভিন্ন এলাকায় গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মোল্লাহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলারুজু প্রক্রিয়াধীন রয়েছে।
আনন্দবাজার/শাহী/শাহিন