সম্প্রতি একরাতের ভারী বৃষ্টিতে রংপুরে ৫৬ কোটি টাকার মাছ ভেসে গেছে। আকস্মিক এই ঘটনায় পুঁজি হারিয়ে একেবারে দিশেহারা হয়ে পড়েছে মৎস্যচাষিরা।
জানা গেছে, রংপুর নগরীর বোতলা এলাকায় গত শনিবার ভারী বৃষ্টিপাত হয়। ফলে একরাতের এই ভারী বর্ষণের পানিতে এক সাথে ভেসে গেছে বেশ কয়েকটি মাছের খামার। এতে মাছ রক্ষার তেমন কোন সুযোগই পাননি চাষিরা।
ফলে এভাবে জেলার ৭ হাজার ৫৫৩ টি পুকুর থেকে ৩ হাজার ২২৭ মেট্রিক টন মাছ ভেসে যায়। খামারগুলোর ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রায় ছাপ্পানো কোটি টাকা।
রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. সরওয়ারুল হক বলেন, দ্রুত পানি সরে গেলে কৃষক ক্ষতির মুখ থেকে অনেকটা রেহাই পাবে।
আনন্দবাজার/এইচ এস কে