ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

গাজীপুরে বঙ্গতাজের ছোট বোন মরিয়ম হেলালের দাফন সম্পন্ন

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের ছোট বোন ও গাজীপুর-৪ ( কাপাসিয়া) আসনের সাংসদ সিমিন হোসেন রিমি এমপি’র ফুফু ও বিশিষ্ট শিল্পপতি আলম আহমদের মমতাময়ী মা গত রবিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টা ২৫ মিনিটে বাধ্যক্য জনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে মৃত্যু বরণ করেন। (ইন্নালিল্লাহী…রাজিউন), এদিকে মৃত্যুকালে এই মহিয়সী নারীর বয়স হয়েছিলো ৯২ বছর। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ১ মেয়ে ও নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

এদিকে সোমবার (২৮ সেপ্টেম্বর) গাজীপুরের কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নের আড়াল দক্ষিণগাঁও গ্রামে বিকেল ৫টা ১৫ মিনিটে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। মরহুমার জানাজার নামাজে ইমামতি করেন রাজধানীর গুলশান আজাদ মসজিদের ইমাম।

জানাজার নামাজে কেন্দ্রীয় কৃষকলীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোতাহার হোসেন মোল্লা, বিশিষ্ট শিল্পপতি আলম আহমদ,কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুহাম্মদ শহীদুল্লাহ, কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট আমানত হোসেন খাঁন, সাবেক উপজেলা চেয়ারম্যান খন্দকার আজিজুর রহমান পেরা, সাবেক মন্ত্রী মরহুম আ.স.ম হান্নান শাহ’র ছেলে শাহ্ রিয়াজুল হান্নানসহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও অগনিত মুসুল্লী জানাজার নামাজে অংশ নেন। নামাজ শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে তাঁর স্বামীর কবরের পাশেই সমাহীত করা হয়েছে।

এদিকে মরিয়ম হেলালের মৃত্যুতে তাজউদ্দীন কন্যা ও কাপাসিয়ার গণ মানুষের প্রিয় নেত্রী সিমিন হোসেন রিমি এপমি গভীর শোক প্রকাশ করেছেন এবং প্রিয় ফুফুর জন্য দেশ বাসীর কাছে দোয়া চেয়েছেন।

আনন্দবাজার/শাহী/সবুজ

সংবাদটি শেয়ার করুন