কুড়িগ্রামে ভারি বর্ষণ এবং উজানের ঢলে পানি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে সার্বিক বন্যা পরিস্থিতির আরও ভয়াবহ অবনতি হয়েছে।
জানা গেছে, সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে ধরলা নদীর পানি বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সেই সাথে পানি বৃদ্ধি পাচ্ছে তিস্তায় ও ব্রহ্মপুত্র নদীর। তবে এ সকল ও নদ-নদীর পানি এখনও বিপৎসীমার সামান্য নিচে রয়েছে। ইতোমধ্যে দেড় শতাধিক চর প্লাবিত হওয়ায় প্রায় ৭০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হতে জানা গেছে, ইতোমধ্যে ভারী বর্ষণে নতুন করে প্রায় ১৭ হাজার হেক্টর আমনসহ ১৮ হাজার ৪৫০ হেক্টর জমির ফসল বন্যার পানিতে বিলীন হয়েছে। ভারি বৃষ্টির কারণে শত শত হেক্টর জমির লাল শাক, কপি, বেগুন, মুলার ক্ষেত নষ্ট হয়ে গেছে। এমনকি বন্যার পানিতে খড় নষ্ট ও গোচারণভূমি ডুবে থাকায় দেখা দিয়েছে গোখাদ্যের ব্যাপক সংকট।
ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র এবং দুধকুমার নদের ভাঙন অব্যাহত রয়েছে নানা এলাকায়। সেই সাথে বিলীন হয়েছে বসতভিটা, আবাদি জমি, রাস্তা এবং শিক্ষাপ্রতিষ্ঠান। টানা বৃষ্টির কারণে বেড়েছে আশ্রিত গৃহহীন মানুষের দুর্ভোগ।
আনন্দবাজার/এইচ এস কে