ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সৌদিকে ফ্লাইট সংখ্যা বাড়ানোর অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর

সম্প্রতি সৌদিকে ফ্লাইট সংখ্যা বাড়াতে অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। প্রবাসীদের ফেরত যাওয়ার সুবিধার্থে গতকাল সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সাথে ফোনালাপে এ অনুরোধ করেন তিনি।

জানা গেছে, ফ্লাইট বন্ধ থাকায় প্রবাসীরা নিজ কর্মস্থলে যোগ দেওয়ার জন্য সৌদিতে ফিরে যেতে পারছিলেন না। এতে বাংলাদেশে আসা সৌদি প্রবাসীরা ক্ষিপ্ত হয়ে বিক্ষোভ করেন। ফলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাপতিত্বে এ ব্যাপারে গত ২৩ সেপ্টেম্বর একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। পরে ওই বৈঠকে প্রবাসীদের সুবিধার্থে একইদিনে ফ্লাইট পরিচালনার অনুমতি দুই দেশের সরকার।

বর্তমানে সৌদির রিয়াদ, মদিনা এবং জেদ্দায় বাংলাদেশ বিমানকে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

সেই সাথে ইতোমধ্যে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তারা গত ২৭ সেপ্টেম্বর থেকে ঢাকার সৌদি দূতাবাসে গিয়ে মেয়াদ বাড়িয়ে নিতে পারছেন। আর চলতি আরবি মাসের কারণে ২৪ দিন পর্যন্ত কফিলের কাছ থেকে আকামার মেয়াদও বাড়িয়ে নিতে পারবেন প্রবাসীরা।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন