ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাউফল সরকারি হাসপাতালে চিকিৎসা না পাওয়ার অভিযোগ

পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গিয়ে ভোগান্তির শিকার হওয়ার অভিযোগ করেছেন রোগীরা। আজ রবিবার (২৭ সেপ্টেম্বের) মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসা নিতে গেলে দুজন হয়রানির শিকার হন।

আহত আহসান জিয়া (২০) ও মাইনুল ইসলাম (২১) নামের দুই ব্যক্তি জানান, দুর্ঘটনায় তাদের হাত ও পায়ের চামড়া উঠে যায়। পরে তারা চিকিৎসা নেয়ার জন্য বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। কিন্তু ইমার্জেন্সি রুমে ছিলো না কোন চিকিৎসক। দায়িত্বে থাকা ২ জন মেডিকেল এসিস্ট্যান্ট রোগীর স্বজনদের হেক্সিসলসহ অন্যান্য সামগ্রী কিনে আনতে বলেন। তাৎক্ষণিক তাদের কাছে টাকা না থাকায় ১ ঘন্টা অপেক্ষা করেও চিকিৎসা না পেয়ে স্থানীয় একটি ফার্মেসি থেকে তারা প্রাথমিক চিকিৎসা নেন।

উপজেলা হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালে এন্টিসেফটিক সামগ্রী (ভায়োডিন, হ্যাক্সিসল) না থাকায়, বাধ্য হয়ে রোগীদের বাইরের ফার্মেসি থেকে কিনে আনতে বলা হচ্ছে।

এই বিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আখতারুজ্জামান’র কাছে জানতে চাইলে তিনি বলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা’র অনুমতি ব্যতিত বক্তব্য নেয়া যাবে না।

এ বিষয়ে জানতে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা’র অফিস কক্ষে গেলে তাকে পাওয়া যায়নি। পরে মুঠোফোনে একাধিক বার ফোন দিয়েও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয় নি।

আনন্দবাজার/ডব্লিউ এস/আর আই

সংবাদটি শেয়ার করুন