ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সারাদেশে যানবাহন ফিটনেস সেন্টার স্থাপনের নির্দেশ

দেশের সড়কগুলোতে চলাচলকারী যানবাহনের ফিটনেস পরীক্ষার জন্য আরও ভেহিকল ইন্সপেকশন সেন্টার (ভিআইসি) বা যানবাহন পরীক্ষণ কেন্দ্র স্থাপনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী দুই মাসের মধ্যে পরীক্ষণ কেন্দ্র স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) এ আদেশ দেন। আগামী দুই মাসের মধ্যে ফিটনেস সেন্টার স্থাপনের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষসহ (বিআরটিএ) সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়।

আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারী আইনজীবী তানভীর আহমেদ।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন